বনের পশু বনেই সুন্দর।
আজ মানুষ হিংস্র প্রাণী মতন উঠে পড়ে লেগেছে
আজ গাছ মরে যাচ্ছে
পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে
আর তুমি কি ভাবছো প্রকৃতি তোমার পরীক্ষা নেবেনা সব ছেড়ে দেবে?
আজ মানুষ কথা দিয়ে কথা রাখতে পারেনা,
রাগে ক্ষোভে প্রকৃতি তাই ধ্বংসের দিকে এগোচ্ছে আজ।
এই স্বপ্ন ময় ভূমি টা আজ মাটির সাথে মিশে যাচ্ছে
এই ধ্বংসের সমাপ্তি করতে যে কেউ এগিয়ে আসেনি
কোথায় ছিল সেই জ্ঞানীগুণী বড় বড় ব্যাক্তিরা ?
এসেছিল শুধু নজরুল
যার মুখে চোখে দেখিনি হাসি
দেখে ছিলাম শুধু দু চোখ ভরা জল।
নজরুল ছিল প্রতিবাদি কবি
নজরুলকে মুজিবের লেগেছিল ভালো
লেগেছিল ভালো কবিতার তারো।
বৈশাখী দাস