দুচোখ আজ ঘুমহীন
মন জুড়ে স্বপ্ন কত
বৃষ্টির আগমন ,
হলো জাগ্রত।
আকাশ জুড়ে মেঘের আনগোনা
মন জুড়িয়ে মুছে গেলো ,
মনের সকল বেদনা ।
বৃষ্টির এই দিনে শান্ত মনে
ভাবছি বসে আনমনে।
ভাবতে ভাবতে হঠাৎ ,
নেমে এলো বৃষ্টি
ভিজতে ভিজতে ভাবছি এ কি বৃষ্টি।
দুচোখ আজ ঘুমহীন
মন জুড়ে স্বপ্ন কত
বৃষ্টির আগমন ,
হলো জাগ্রত।
আকাশ জুড়ে মেঘের আনগোনা
মন জুড়িয়ে মুছে গেলো ,
মনের সকল বেদনা ।
বৃষ্টির এই দিনে শান্ত মনে
ভাবছি বসে আনমনে।
ভাবতে ভাবতে হঠাৎ ,
নেমে এলো বৃষ্টি
ভিজতে ভিজতে ভাবছি এ কি বৃষ্টি।
পোষ্টটি কেমন লাগল?
মতামত দিতে আপনাকে অবশ্যই লগিন থাকতে হবে।
গড় মান 0 / 5. মোট মতামত 0
আপনিই প্রথম মতামত দিন।
আপনার ভালো লাগেনি শুনে দুঃখিত!
কিভাবে উন্নতি করা যায়?
কিভাবে আরও উন্নত করা যায়, সে সমন্ধে আপনার মতামত দিন।
Copyright © 2021 মুক্তাঙ্গন