এম.এ হান্নান
হাত পা মাথা দেহ নয়
শক্ত করো কলিজা,
সত্য বলো সত্যে চলো
কি হবে দুনিয়ার সাজা?
//
মিথ্যা কে সত্য বলা নয়
সত্য স্বচোখে দেখে বলো,
আমরা মানুষ পিছনে খুঁজি দোষ
মুখোমুখি দাঁড়িয়ে সত্য পথে চলো…।
//
শক্ত করো কলিজা
রুখে দাঁড়াও নোংরামীর বিরুদ্ধে,
সাড়া দিবে কারা? চুপ সব
সত্য পথ-ই চির উর্ধ্বে।
প্রকাশকাল
৩০ই মে ২০২০ খ্রীষ্টাব্দ