ফ্যামিলি ডায়েরি
মহুয়া বিশ্বাস,২৩.০৬.২০২০
সাবধানে মা আসিস এবার করিস নে তুই ভুল,
তিনখানা চোখ রাখিস খোলা,দেখলে উড়াল পুল।।
লক্ষ্মীর হাত ধরে রাখিস,চঞ্চল সে অতি,
ভীড়ের মাঝে ছোকরা-বুড়োর বদলে যায় মতি।।
সরস্বতী শান্ত ভীষন,সামলে রাখিস ওকে,
বইপত্র ফেলে যেন, ফেসবুকে না ঝোঁকে।।
গনেশ টা মা বড্ড পেটুক, শুধুই খাই খাই,
ভেজাল খেয়ে নধর ভুঁড়ি,করবে যে আই ঢাই।।
কার্তিক টা ফ্যান্টু ভীষন,সামলে রাখিস কেমন,
D.p._তে তো সব মেয়েরাই উর্বশী হয় এখন।।
কৈলাসে তে থাকবে বাবা,সেটাও এখন ভয়,
গাঁজা র নেশায় বাবার যেন,মতিভ্রম না হয়।।
যদি একলা পেয়ে মেনকারা,খোলেন রুপের খাপ,
জানিস তো মা পরকীয়া,নয়তো এখন পাপ।।।
সমাপ্ত
বিঃ দ্রঃ__আম্ফানের সময় আমার লেখা পাঠানোর
পেজ টা হারিয়ে গেছে ,যদি দয়া করে দেন ,তো নিয়মিত ভাবে লেখা পাঠাতে পারবো।। নজরুল জয়ন্তী র পর আমি আর রেখা পাঠাতে পারি নি
ফোন নং__৯৪৩২৩৩৯৭১২
এটাই ওয়ার্ডস্ আপ নং
ইমেল– mahuyabi@gmail.com