কথা : কবি মানিক বৈরাগী
সুর ও সংগীত : অজয় মজুমদার।
কিছুদিন ঘরে থাকো বন্ধু
ঘরেই থাকো
সময় কারো ভালো নয়
মনেই রেখো
ঘরে বসে আছে কতোকিছু করবার
অচিরেই ঘুচে যাবে
সব অশুভ অন্ধকার।।
ঘরে বসে ভাবো
কেমন হবে এই পৃথিবী
ঘরে বসে লিখো
বিপন্ন মানুষের কাহিনী।
জানালা খুলে দেখো দূরের
ঐ বৃক্ষরাজি
দেখো মুক্ত বাতাসে উড়ছে
গানের পাখি।
উপন্যাসের পাতায়
তুমি কল্প কবি
মনের রঙপেন্সিলে আঁকা
আগামীর ধরিত্রী।
ঘরে থাকো বন্ধু
প্রশ্ন করো নিজেকেই
খোঁজে পাবে হাজারো প্রশ্নের
উত্তর নিমিষেই।
ধরিত্রী অসুখী হলে
মানুষ কেমন অসহায়।
ঘরে থেকে দেখো নিজেকে
বিবেকের আয়নায়।
পৃথিবী আগে ছিলো কেমন
এখন কেমন আছে।
বুঝে নিও জীবন যেখানে
যেমন করে বাঁচে।
You Tube-AJMusicbd